পীরগঞ্জে বিরোধপৃর্ণ জমির ধান নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ দায়ের
মাটি মামুন রংপুর।
রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কর্তন করা ধান জোরপূর্বক নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটেছে ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভীমশহর গ্রামে।অভিযোগ সুত্রে জানা যায় কুমেদপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত্যু মকবুল হোসেনের পুত্র শরিফুল ইসলাম পার্শবর্তি
ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভীমশহর গ্রামে জে এল নং ১১২ খতিয়ান নং ৬২৯ দাগ নম্বর ১৮৬২= ১৮৬৩ জমির পরিমাণ ৩১!শতকের ১৫ শতক জমি পৈত্রক সূত্রে পেয়ে নিষ্কণ্টক ভাবে ভোগদখল করে আসছে। চলতি বোরো মৌষমে ওই জমিতে বোরো ধান চাষ করা হয়
। গত ২৮ মে জমির ধান কর্তনের জন্য শ্রমিক গেলে ভীমশহর গ্রামের শাজাহান মিয়ার পুত্র সুমন মিয়া ও তার দলবল নিয়ে ধান কাটা শ্রমিকের উপর চড়াও হয় ।প্রান ভয়ে শ্রমিকরা চলে গেলে কর্তন করা ধান তারা নিয়ে যায় ।তাৎক্ষনিক ১২ জনের নাম উল্লেখ করে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে শরিফুল ইসলাম বাঁদী হয়ে অভিযোগ দায়ের করেন ।
সরেজমিনে গিয়ে স্হানীয়দের সাথে কথা বলে যানা যায় উল্লিখিত জমি সহ পার্শবর্তি জমি প্রায় দশ বছর পৃর্বে বিক্রি করার কথা বলে কিছু টাকা গ্রহণ করে।কিন্তু জমি কবলা করে দিতে টালবাহানা করে । বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে এবং থানায় একাধিক বৈঠক হয় । সেখানে এক সপ্তাহের মধ্যেই জমি রেজিষ্টি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কালক্ষেপন করে আসছিল ।
এ বিষয়ে একাধিক এলাকাবাসী যানায় উভয় পক্ষের মধ্যে জমি রেজিষ্টি করা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল এই বিষয়টি কেন্দ্র করে জমির ধান নিয়ে গেছে।