পঞ্চগড় সদরে ১ হাজার মিটার রাস্তা উন্নয়নের কাজের উদ্বোধন
আহসান হাবীব সত্যকন্ঠ পঞ্চগড় : পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সদর উপজেলার সিএন্ডবি মোড় থেকে মীরগড় এবং ফকিরেরহাট থেকে বানিয়াপাড়া পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা উন্নয়নের কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে (১৩ জুন) পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এর কাজের উদ্বোধন করেন।
এসময় পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নুরুল হক,ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,ঠিকারী প্রতিষ্ঠানের
ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান টুটুল, আওয়ামীলীগের নেতা-কর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।এ রাস্তা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮ লক্ষ টাকা।