সারিয়াকান্দিতে চিহিৃত মাদক ব্যবসায়ীদের হামলায় ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল ভর্তি
জানাগেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইউপি চেয়ারম্যান শিপন ছাইহাটা পশ্চিমপাড়া গ্রামে সরকারি গভীর নলকুপ স্থাপনের কাজ পরিদর্শন করে বাড়ি ফিরছিলেন, রাত সাড়ে আটটার দিকে ছাইহাটা চৌ’রাস্তা মোড়ে পৌছিলে চিহিৃত মাদক ব্যবসায়ী মহির উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার পথরোধ করে রামদা, লাঠিশোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে এলোপাতারিভাবে রামদা ও বিভিন্ন অস্ত্র দিয়ে চুটিয়ে গুরুতর আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।পরে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয় । এব্যাপারে শুক্রবার দুপুরে আহত ওই ইউপি চেয়ারম্যানের বড় ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামী করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। আসামীরা হলেন, সাকা প্রামানিকের ছেলে মহির উদ্দিন,খাদের আলী প্রামানিকে ছেলে পিন্টু, অজো প্রামানিকের ছেলে হবিবর রহমান, হবিবর প্রামানিকের ছেলে কামরুল, মকবুল প্রামানিকের ছেলে রতন,আবুল প্রামানিকের ছেলে সুকলু প্রামানিক, খাদের আলীর ছেলে আয়নাল প্রামানিক, মৃত অজো প্রামানিকের ছেলে দুলু প্রামানিক। এদিকে ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনের উপর সন্ত্রাসীদের হামলা ও রামদা দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে গতকাল শনিবার সকালে সারিয়াকান্দি উপজেলার সকল ইউপি চেয়ারম্যান স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সকল ইউপি চেয়ারম্যানের পক্ষে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ বলেন, গত বৃহস্পতিবার রাতে ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান শিপনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । ওই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি । অন্যথায় বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে । সাংবাদিক সম্মেলনে কাজলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন , সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল , চালুয়াবাড়ীর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা , চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরু ,কামালপুর ইউপি চেয়ারম্যান রাশেউদুজ্জামান রাসেল, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান আলো ,বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান , কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন প্রমুখ ।এব্যাপারে সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, এব্যাপারে ওসির সাথে আমি কথা বলেছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে । আমিও ব্যক্তিগতভাবে তার খোঁজখবর নিচ্ছি ।