বিশেষ প্রতিনিধি,সত্যকন্ঠ: বাঘারপাড়া; যশোর:
যশোরের বাঘারপাড়ায় গ্রামীণ জনগণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক দেশব্যাপী বৃক্ষ রোপণ সপ্তাহ ও বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নারিকেল বাড়িয়া শাখা কার্যালয়ে সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
২০২৩ সালে উক্ত শাখার উদ্যোগে ফলজ ২২ হাজার ৯৩ টি ও বনজ ২৭,৪৩৬ টি সহ মোট ৪৯ হাজার ৫২৯ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করার (লাগানোর) পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসেবে চলতি সপ্তাহে ১২ হাজার চারা বিতরণ করবে গ্রামীণ ব্যাংকের নারিকেলবাড়িয়া শাখা ।
জানা যায়, চলতি বছর গ্রামীণ ব্যাংকের ২০ কোটি চারা লাগানোর অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক ও সবুজ বনায়নের জন্য গ্রামীণ ব্যাংকের দেশের বিভিন্ন শাখায় সদস্যদের মাঝে এই গাছের চারা বিতরণ করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় নারিকেলবাড়িয়ায় বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে সদস্যদের গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের নারিকেলবাড়িয়া শাখার,শাখা ব্যবস্থাপক গৌতম কুমার নন্দী, সেকেন্ড ম্যানেজার মোঃ মফিজুর রহমান,
যশোর অডিট অফিস থেকে আগত অফিসার জনাব মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ আরিফুল ইসলাম, সাংবাদিক বিলাল হুসাইন,আসার কর্মী ইভানসহ ঋণ গ্রহিতা ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।