সৈয়দপুরের খামারীকে মারধর ও প্রাণ নাশের হুমকি!
সাদিকুল ইসলাম সাদিক সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি ।। নীলফামারীর সৈয়দপুরের মাইকিং করে মুরগী বিক্রয় করায় খামারীকে মারধর ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। সৈয়দপুর থানাদীন কুজিপুকুর এলাকার খামারী রবিউল ইসলাম(৩৩) পিতা মৃত মোহাম্মদ হোসেন খুচরা বাজারেরে তুলণায় কমদামে তার নিজ খামারের মুরগী মাইকিং করে বিক্রির করার ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর ও প্রান নাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় খামারী রবিউল ইসলাম বাদি হয়ে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
রবিউল ইসলাম জানান, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামের আমার বসত এর সাথে একটি মুরগীর খামার গড়ে তোলেন। এ খামারের আয় দিয়ে তিনি সংসার নির্বাহ করেন। হঠাৎ করে মুরগীর দাম কমে যাওয়ায় খামার থেকে সরাসরি মাইকিং ১৭০ টাকা দরে মুরগী বিক্রী করার সিদ্ধান নেন কিন্তু বিকলী বাজার এলকার মুরগী ব্যাবসায়ী মোহাম্মাদ সূলতান(৫০) মোহাম্মাদ বাবলু (৩৫) মাইকিং এ বাধাদেন এবং তারা ২১০ টাকা দরে মুরগী বিক্রি করতে বলেন। খামারী রবিউল দরিদ্র মানুষের কথা চিন্তা করে বলেন ১৭০ টাকা দরে মুরগী বিক্রয় করলেও আমার রোকসান হবে না বলে তাদের কে জানান ,২১০ টাকা দরে মুরগী বিক্রি করতে রাজি না হওয়ায় মুরগী ব্যাবসায়ী মোহাম্মাদ সূলতান(৫০) মোহাম্মাদ বাবলু (৩৫) খামারি রবিউলকে অকথ্য ভাষায় গলাগালি করেন । এক পর্যায়ে ঘটনাস্হলেই এলাপাথারী ভাবে ডিাং মার করেন এবং পকেট থেকে পঁয়ত্রিশ হাজার টাকা জোর পূবক কেড়ে নেন। আর বেশি বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করিবে এবং খামার ভাংচুর করে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর ভয়-ভীতি দেন ।
অভিযুক্ত সুলতান এর সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যা স্বীকার করে তিনি জানান, আমি তাকে মাইকিং করতে নিষেধ করেছি ১৭০ টাকা দরে মুরগী বিক্রি করলে আমি ২১০ টাকা দরে বিক্রি করতে পাবরো না তাই ।
এ সৈয়দপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম বলেন বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নোওয়া হবে।