তেঁতুলিয়ায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আহসান হাবিব,তেতুলিয়া পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর আয়োজনে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে । শুক্রবার (২৩ জুন) দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক তেঁতুলতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। কেককাটা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলের সভাপতিত্বে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এ সময় উপজেলা আওয়ামীলীগের এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।