বাঁশখালীতে জমে উঠেছে জমজমাট গরুর বাজার
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে জমে উঠেছে জমজমাট গরুর বাজার।
২৪ জুন (শনিবার) বিকেলে উপজেলার প্রান্তিক এলাকা মোশাররফ আলী মিয়ার হাট ঘুরে দেখা যায়,দেশীয় গরুর ভিড়। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে দেশীয় গরু কিনতে ছুটে আসছে ক্রেতারা।
অন্যান্য বাজারের চেয়ে মোশাররফ আলী মিয়ার হাটে ক্রেতাদের সুবিধা ও চাহিদাপূর্ণ দেশীয় গরু কিনতে গ্রাম এলাকার হাট-বাজারে ভিড় জমাচ্ছে শহর এলাকার ক্রেতারা।
আবার অনেক খুচরা গরু ব্যবসায়ীরা লাভের উদ্দেশ্যে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করার জন্যে গ্রাম অঞ্চলের বিভিন্ন হাট-বাজার থেকে কম দামে গরু ক্রয় করতেও দেখা গেছে।
শনিবার বিকেলে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে আসা এক ক্রেতা কোরবানির গরু কিনতে ছুটে আসেন মোশাররফ আলী মিয়ার হাটে,এরই প্রেক্ষিতে ওই হাট থেকে ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি দেশীয় ক্রয় করেন ওই ক্রেতা। বাজেট অনুযায়ী চাহির গরু কিনতে পেরে আনন্দিত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়,মোশাররফ আলী মিয়ার হাটের মূল ইজারাদার অন্যজন, ওই ইজারাদারের কাছ থেকে কোরবানি উপলক্ষে গরুর বাজার ও কাঁচাবাজার পরিচালনার দায়িত্ব নেন স্থানীয় কিছু মানুষ।বিশেষ করে মোশাররফ আলী মিয়ার খালের ব্রীজের পূর্ব ও পশ্চিম অংশে দুই ভাগে বিভক্ত করে কোরবানি উপলক্ষে গরুর বাজার পরিচালনা করা হয়।
পশ্চিম ও পূর্বাংশে দায়িত্বে থাকা মোঃ আসিফ ও ওয়াহিদ বলেন,এবারে মোশাররফ আলী মিয়ার হাট গরুর বাজার থেকে ক্রেতারা কম দামে দেশীয় গরু কিনতে পারছে,তাড়াও দুই-আড়াই লাখ টাকা দামের গরু কিনতে বাজার রশিদ মূলে সর্বোচ্চ ১৫’শ টাকা নেওয়া হচ্ছে।অনেকে ৫০০ টাকাও দিয়ে যাচ্ছে।এছাড়াও ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্যে পুলিশের পাশাপাশি প্রায় ৮০জন সেচ্ছাসেবক সদস্য দ্বারা পুরো বাজার নজরদারিতে রাখা হয়েছে।কোরবানি উপলক্ষে আগামী বুধবার মোশাররফ আলী মিয়ার হাটে এবছরের সর্বশেষ জমজমাট গরু,মহিষ ও ছাগলের বিশার বাজার অনুষ্ঠিত হবে।এতে সকল ক্রেতা ও বিক্রেতাদের আমন্ত্রিত।