মোহাম্মদ এরশাদ,বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনও বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,
স্কাউটস দলের অংশগ্রহণে মানববন্ধন শেষে আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন শেখর দত্ত’র সভাপতিত্বে ও বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোরশেদ আহমদ,উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেহ,নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, পশু সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফ,আনসার ও বিডিপি কর্মকর্তা মোঃ দেলোয়ার,ছাত্রলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন, বাঁশাখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মর্জিনা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন শেখর দত্ত বলেন,বর্তমান সরকারের উন্নয়নশীল কর্মকারে ধারবাাহিকতা অব্যাহত রাখতে সকল প্রকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি মুক্ত হয়ে কাজ করতে হবে।ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতির কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। দুর্নীতি মুক্ত হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।প্রধান অতিথি বক্তব্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘সরকার আমাদেরকে চাহিদা অনুসারে বেতন দিচ্ছেন।
স্বাভাবিক জীবন যাপনে এই বেতনই যথেষ্ট।মুখে যা বলছি তা সত্যি হতে হবে।আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত তা অফিসের সামনেই লিখা আছে। আমরা সকলেই দুর্নীতি মুক্ত হলে এদেশটা এগিয়ে যাবে।ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতিমুক্ত ও সততার সহিত গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হয়েছে।কথাই নয় কাজেই সততার প্রমাণ দিতে হবে।