ঈদ উপলক্ষে ঢাকা- সিলেট মহাসড়কে যানজট নিরসনে মাঠে জেলা প্রশাসন
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমূখো মানুষের যাতায়াত যানজটমুক্ত ও নিরাপদ করার লক্ষ্যে ঢাকা -সিলেট মহাসড়কের নরসিংদী অংশে মাঠ পর্যায়ে বিরুপ আবহাওয়াতে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মুহাম্মদ মারুফ খান এর দিকনির্দেশনায় কাজ করছেন নরসিংদী জেলা প্রশাসন। গত দুই দিন যাবত নরসিংদী ভেলানগর, শাহেপ্রতাব মোড়, পাঁচদোনা মোড় ও মাধবদী বাসস্ট্যান্ডে যানজটমুক্ত, অতিরিক্ত ভাড়া আদায়, সড়ক দুর্ঘটনা রোধে নরসিংদী জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করছে। আজ ২৭ জুন মঙ্গলবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান কাউসার, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অভিযানকালে মাধবদী ও পাঁচদোনা এলাকার প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। বিআরটিএ ও জেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।