ডলমপীর(রহঃ)মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মোহাম্মদ এরশাদ ,বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া ডলমপীর(রহঃ)সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার(০১ জুলাই)অত্র মাদ্রাসার হলরুমে সকাল ১০ টা থেকে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এ কর্মসূচির আরম্ভ করা হয়।
আহমদিয়া ডলমপীর(রহঃ)সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবু তৈয়বের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া ডলমপীর(রহঃ)সিনিয়র মাদ্রাসার দাতা সদস্য ও বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, আহমদিয়া ডলমপীর(রহঃ) সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা আব্দুর রহিম এবং সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাক্তন ছাত্র হাফেজ মোঃ হুমায়ুন কবির ইলাহীর সঞ্চচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহমদিয়া ডলমপীর (রহঃ)সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক রিয়াজুল করিম,আহমদিয়া ডলমপীর (রহঃ)সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্র নিজাম উদ্দিন, নবি হোসেন, ইয়াসিন উদ্দিন সাকিল,আবুল কালাম আজাদ, ডা.আশেক,ওসমান গনি ইমতিয়াজসহ ২শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।