বাতিসা ইউনিয়নের সোনাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ খোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা
বাতিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ এর নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে ৭ জুলাই (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে, চৌদ্দগ্রামে জামাত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ও জামাত-শিবিরের গোপন মিটিং এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, চৌদ্দগ্রামে মুজিবুল হকের বিকল্প , এখানে অন্য কারো কোন সুযোগ নাই, এখানে জামায়াত-শিবির যে নৈরাজ্য সৃষ্টি করেছিল এখন আর করতে পারবে না। অতীতে জামায়াত-শিবিরের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অনেক জুলুম অত্যাচার করেছে, তারা যদি আবারো সোনাপুর গ্রামে অথবা চৌদ্দগ্রামে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে তবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। মুজিবুল হক আগামী জাতীয় নির্বাচনে নৌকার টিকেট নিয়ে এমপি হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা সবাই সজাগ থাকুন, কুচক্রী মহলের কুচক্রিরা তারা যাতে ভবিষ্যতে সফল হতে না পারে সকলেই সজাগ দৃষ্টি রাখুন, আমরা নির্বাচনে মুজিবুল হক কে চাই, কারণ মুজিবুল হক যখন থেকে এমপি হয়েছে চৌদ্দগ্রামে তখন থেকেই উন্নয়নের ছোঁয়া লেগেছে, আমাদের এই সোনাপুর গ্রামে আজ প্রত্যেকটি রাস্তা পাকা হয়েছে, মুজিবুল হকের অবদানে বহু মানুষ আমাদের সোনারপুর গ্রাম থেকে চাকরি পেয়েছে। এই মুজিবুল হক আমাদের অভিভাবক। মুজিবুল হক আমাদের চৌদ্দগ্রামের গন মানুষের নেতা।
গোলাম কিবরিয়া তুহিনের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,
আওয়ামী লীগ নেতা শাহ আলম ভূঁইয়া, শহীদ, ইব্রাহিম ভূঁইয়া, নাজিম মেম্বার,
যুবলীগ নেতা ইউনিয়ন সাধারণ সম্পাদক শিফন, সাদ্দাম, ইয়াসিন, তুরাজ মজুমদার, মহিম ভূঁইয়া, হেলাল মোল্লা, জালাল, দেলোয়ার হোসেন দেলু, নুরুল আলম বাবু ,ইমন, রাজিব, ছাত্রলীগ নেতা ফাহাদ, কাজী রাজিব প্রমুখ।