উলিপুরে এম.আর ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন
===============================
নেফড়া কাঠালীপাড়া সমাজ কল্যান মানব সংঘ’র কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগীতা প্রয়োজন
স্টাফ রিপোর্টার, মোঃ আব্দুল আজিম \ কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউপির নেফড়া কাঠলী পাড়ায় গ্রামের সাদা-মাটা ও সহজ-সরল মানুষের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে এম.আর ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন হিসেবে (নেফড়া কাঠালীপাড়া সমাজ কল্যান মানব সংঘ) নামক একটি সংগঠন পথচলা শুরু করেছে। এই সংগঠনে সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান। যারা মানব সেবায় নিজেকে উৎসাহিত করতে চান তারা এই সংগঠনের সদস্য হতে পারেন। খেলা-ধুলা ও পড়ালেখা শেষে যেটুকু সময় যুবকরা আড্ডা দেয়, সেই সময়টুকু সমাজের পিছিয়ে পড়া অসহায় ও ছিন্নমুল মানুষের সার্বিক সহযোগীতায় যেনো নিজেকে ব্যাস্ত রাখতে পারে সে লক্ষ্যেই যুবকদেরকে সদস্য করা হচ্ছে।
এম.আর ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন (নেফড়া কাঠালীপাড়া সমাজ কল্যান মানব সংঘ) সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাহমুদুল হাসান সুজা বলেন, একটি সমাজ সেবা মূলক সংগঠন প্রতিষ্ঠিত করতে অনেক কষ্ট তাই আমি এই সংগঠনকে এগিয়ে নিতে সকলের মতামত ও সহযোগীতা কামনা করছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দ্বাড়াতে সকলকে আন্তরিক হতে হবে। তবেই সুবিধাবঞ্চিত ও ছিন্নমুল মানুষের দোড়গোড়ায় তাদের কাঙ্খিত সেবা এই সংগঠনের মাধ্যমে পৌছে দেয়া সম্ভব।
অপরদিকে সংগঠনের কর্নধার সমাজের আস্থাভাজন ও যুব সমাজের প্রানপ্রিয় মানুষ সদালপি মিষ্টিভাষী মোঃ রাজু মিয়া বলেন, সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের প্রাপ্যসেবা প্রদানে আমাদের এই সংগঠন সর্বদা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু মদ্যবিত্ত পরিবার আছে যারা ক্ষুধার্থ থেকেও লোকলজ্জার ভয়ে মুখ ফুটে কিছু চেয়ে নিতে পারে না এমন মানুষের সেবা জরুরী প্রয়োজন বলে আমি মনে করি। তবে সকলের দোয়া ও সহযোগীতায় আমাদের এই সংগঠনকে আরো শক্তিশালী এবং এগিয়ে নিতে চাই। আমরা যেনো আগামীতে এম.আর ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন (নেফড়া কাঠালীপাড়া সমাজ কল্যান মানব সংঘ) এর উদ্যোগে মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে পারি সে লক্ষ্যে আমাদের সকলকে আন্তরিক থাকতে হবে।