রংপুরে পুলিশের বিশেষ অভিযানে সাংবাদিক নির্যাতনের প্রধান আসামি গ্রেফতার
মাটি মামুন রংপুর।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ‘শালমারা নদীর পাড় কেটে বালু বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবকন্ঠের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামের উপর হামলাকারী শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) ভোররাতে মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করা হয়।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।এর আগে গত শুক্রবার (৭ জুলাই) উপজেলার শালমারা বাজারে পথরোধ করে প্রকাশ্যে দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামকে মারপিট করে ভূমিদস্যু শরিফুল ইসলাম। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি- সম্পাদকসহ সকল সদস্যরা। সেখানে ঘটনার সত্যতা পাওয়ার পর বিষয়টি মিঠাপুকুর থানায় জানানো হয়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে কথা বলে সংবাদকর্মীকে মারপিটের সত্যতা পায়। এরমধ্যে সেখান থেকে আত্মগোপন করেন শরিফুল। অপরাধী শরিফুলের বিচারের দাবিতে ফুপে উঠে স্থানীয় সংবাদকর্মীরা। একের পর এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করে আসামীকে গ্রেফতারের দাবি জানানো হলেও ধরাছোঁয়ার বাইরে ছিল ভূমিদস্যু শরিফুল।এরপর আজ মঙ্গলবার দুপুর ১২টায় সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধনের ডাক দেয় সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ।এদিকে পুলিশের ৩ টি টিম শরিফুল ইসলামকে গ্রেফতার করতে মাঠে নামে।মঙ্গলবার রাতভর অভিযানে ফোন কলের সুত্র ধরে রংপুর নগরীর মর্ডানমোড় থেকে হুমায়ন কবির নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলীর বাড়িতে শরিফুল রয়েছে এমন ক্লু বের হয়। সুত্র ধরে পুলিশ সেকেন্দারের বাড়ি থেকে ভূমিদস্যু শরিফুল ইসলামকে ভোররাত ৪টার দিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।