বাঁশখালীতে রাশেদা বেগম হত্যার ২ আসামী গ্রেফতার
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ঘোনা পাড়ায় রাশেদা বেগম (৫১) খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।রাশেদা বেগমের ব্যবহৃত মোবাইল ফোন খুনিদের কাছ থেকে উদ্ধার হওয়ার পর মূল ঘটনা প্রকাশ হয়। খুনের ঘটনার পর নিহতের মেয়ে ডেজি আকতার বাদী হয়ে সোমবার রাতে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার (১০ জুলাই) রাতভর অভিযান চালিয়ে ভোররাতে সাতকানিয়ার ছনখোলা থেকে ও বাঁশ- খালী চেচুরিয়া হুজিত্যা পাড়া থেকে আবদুর রশিদের পুত্র রবিউল হাসান (২০) ও নজরুল ইসলামের পুত্র তানভীর ইসলামকে (২২) গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি মতে খুনের কাজে ব্যবহৃত ছুরি, বটি এবং মোবাইল ফোন উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন পিপিএম বলেন, রাশেদা বেগম খুনের পর পুলিশ আত্মীয় স্বজনসহ সন্দেহভাজন ব্যক্তিদের মোবাইল নম্বর ট্র্যাকিং দেয়া হয়।খুনিরা রাশেদা বেগমের ব্যবহৃত মোবাইলটি নিয়ে বন্ধ করে রাখে। রবিউল হাসান ও তানভীর ইসলাম গ্রেপ্তারের পর তারা স্বীকার করেছে জড়িত বলে। গ্রেপ্তারকৃতরা নিহত রাশেদার বাড়ির সামনে খোলা মাঠে মাদক সেবন করলে আসামিদের ঝাড়ু দিয়ে তাড়া করে। এ সময় রাশেদার সাথে ঝগড়া হয় খুনিদের।তার জের ধরে পরিকল্পিতভাবে তারা রাশেদা বেগমকে কুপিয়েছে বলে জানান।