সাদিকুল ইসলাম সাদিক নীলফামারীঃ
অবশেষে লিফ্ট স্থাপনের মামলায় মহামান্য হাইকোর্টের রায় পেয়েছেন সৈয়দপুর শহরের বিশিষ্ট ব্যক্তি মোঃ গাউসুল আজম ফারুকী। জানা যায়, ২০১৯ সালে গাউসুল আজম তার নির্মাণাধীন ৬ষ্ঠ তলা বিল্ডিংয়ে লিফ্ট স্থাপনের নকশা অনুমোদনের জন্য সৈয়দপুর পৌরসভায় গেলে তৎকালীন মেয়র কাউন্সিলরদের বিরুদ্ধে গাউসুল আজম ফারুকীর দায়েরকৃত মামলার জের ধরে নক্শা অনুমোদন প্রদান করেননি।
এই বিষয়ে গাউসুল আজম ২০১৯ সালে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন মামলা দায়ের করলে মহামান্য হাইকোর্ট সৈয়দপুর পৌরসভার তৎকালীন মেয়রকে নক্শা প্রদানের জন্য আদেশ প্রদান করেন। কিন্তু দীর্ঘদিনেও তৎকালীন মেয়র মহামান্য হাইকোর্টের আদেশ পালন করেননি। পরবর্তীতে তৎকালীন মেয়র অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে ২০২০ সালে সৈয়দপুর পৌরসভা নির্বাচনের তফসীল ঘোষণা হলে মেয়র পদে রাফিকা আকতার জাহান মনোনয়ন পান। মেয়র রাফিকার সাথে গাউসুল আজমের পূর্ব পরিচয় থাকায় নির্বাচনের আগে মেয়র রাফিকা গাউসুল আজমের কাছ থেকে ১,০০,০০০/Ð টাকার চেক গ্রহণ করেন এবং নির্বাচনে জিতে লিফ্ট স্থাপনের নকশা অনুমোদন করে দেয়ার কথা দেন।
কিন্তু মেয়র রাফিকা নির্বাচনে জয়লাভ করে দীর্ঘদিনেও গাউসুল আজমকে নক্শা অনুমোদন প্রদান করেননি। এই বিষয়ে মেয়র রাফিকার বিরুদ্ধে গাউসুল আজম আমলী আদালত সৈয়দপুর, নীলফামারীতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা করলে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে আদেশ দেন। সিআইডি দীর্ঘদিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মেয়র রাফিকার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
এর পরও মেয়র রাফিকা নক্শা অনুমোদন না দিলে গাউসুল আজম মহামান্য হাইকোর্টকে বিষয়টি অবহিত করেন। মহামান্য হাইকোর্ট গাউসুল আজমের দায়েরকৃত রীট পিটিশন মামলাটি দুই দফায় শুনানী শেষে গত ০৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখে গাউসুল আজম ফারুকীর পক্ষে রায় ঘোষণা করেন এবং ৩০ দিনের মধ্যে লিফ্ট স্থাপনের নক্শা অনুমোদন প্রদানের আদেশ দেন।