গরম বাড়লেও পাহাড়ের মাথায় বরফ জমে থাকে কেন?
সত্যকন্ঠ ডেক্স:
প্রচণ্ড গরমে খাল বিল পুকুর নদী নালা একেবারে শুকিয়ে একাকার হয়ে যায়; কিন্তু বিষয়ের ব্যাপার হলো পাহাড়ের মাথায় তখন ও বরফ জমে থাকে।
ছবি-সংগৃহীত
দূর থেকে সাদা ওই পাহাড় চূড়া অনেকেরই চোখে বেশ সুন্দর লাগে গরমের দিনে সেখানে বাতাসে বরফ রাখলে চোখের পলকে গলে যায় কিন্তু পাহাড় চূড়ায় তখনো দেখা যায় সাদা বরফ এসব অদ্ভুত বিষয় কেন ঘটে?
পাহাড়ের চূড়ায় বরফের উপর এমন পক্ষপাতিত্বই বা কেন? প্রকৃতির বিষয় হলো ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় ততই বাতাসের চাপ কমতে থাকে। এবং উপরের দিকে বাতাসের তাপ ক্রোমশই হালকা হতে থাকে।
হলে উপরের দিকে তাপমাত্রাও কমতে থাকে।
এক জরিপে দেখা গেছে ভূপৃষ্ঠ থেকে প্রতি হাজার ফুট উচ্চতার জন্য তাপমাত্রা প্রায় 3 থেকে 4° ফারেনহাইট কমে যায়।
এমনিতেই কোন গরম গ্যাস উপরের দিকে উঠে গেলে ক্রমেই তা ঠান্ডা হতে থাকে এবং তা ভূপৃষ্ঠে যত গরমে থাকুক না কেন পাহাড়ের কয়েক হাজার ফুট উঁচুতে তাপমাত্রা অনেক সময় সুন্দর নিচেও চলে যেতে পারে সেই জন্য পাহাড়ের মাথায় এরকম সাদা চিত্র দেখা যায়।
-সংগৃহীত