
আহমদ মিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আনোয়ারা ক্রিকেট একাডেমি জয়ী
নিজস্ব সংবাদদাতা:
বাঁশখালী ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত মরহুম আহমদ মিয়া চৌধুরী মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সি- গ্রুপের শেষ খেলায় আনোয়ারা ক্রিকেট একাডেমি জয়ী।২২ জুলাই সকাল ১০.৩০ বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ব্রাইট ক্রিকেট একাডেমি বনাম আনোয়ারা ক্রিকেট একাডেমি।
ব্রাইট ক্রিকেট একাডেমির অধিনায়ক রাজু টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই। ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে।দলের হয়ে শাহেদ ৪৯ ও সজিব ১২ রান করেন।
আনোয়ারা ক্রিকেট একাডেমির হয়ে সাদ্দাম ৪ টি,মিনহাজ,নাইয়ুম ২ টি করে উইকেট লাভ করে।জবাবে আনোয়ারা ক্রিকেট একাডেমি ১১৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।
দলের হয়ে কাইমুল ১২ রান,শাওন ও সামির অপরাজিত ১৭, ৩০ রানের ইনিংসের উপর ভর করে মরহুম আহমদ মিয়া চৌধুরী মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আনোয়ারা ক্রিকেট একাডেমিকে সেমিফাইনালে উন্নতি করে।
ব্রাইট ক্রিকেট একাডেমির হয়ে হিমেল, শাহেদ ২টি করে এবং আল আমিন ও শাহাদত ১ টি করে উইকেট লাভ করে।
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আনোয়ারা ক্রিকেট একাডেমির খেলোয়াড় সাদ্দাম।তার হাতে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী রোহিতোষ দাশ।







