
ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টেগিয়ে নিহত ১ আহত ১৫
ওবায়দুর রহমান, স্টাফ রির্পোটারঃ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা -মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় দুই বাসের রেষারেষি কারনে প্রাণ গেল হাবিব (৫৫) নামে এক বাস সুপারভাইজার। এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
শনিবার (২২জুন) সকাল সাড়ে ১০ টার সময় ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলেই ১ জন ও কমপক্ষে ১০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম এলাকায় হানিফ পরিবহন ও দোলা পরিবহনের বাস রেষারেষির কারনে রাস্তার ডিভাইডার আইলানের সঙ্গে সংঘর্ষ হয় এতে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন আর ১৪ থেকে ১৫ জন আহত হন।
এই বিষয়ে মাদারীপুর অঞ্চলের হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. এমরান আলী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় উল্টে গেলে ১ জন নিহত হন এবং ১৫ জন সামান্য আহত হন।
তাদের কে স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। লাশটির নাম জানা গেলেও ঠিকানা এখনো জানা যায় নি। নিহতের সুরতাহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।







