বাঁশখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলো রশিদ
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি :
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলো চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারার আব্দুর রশিদ।পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন রশিদের আকষ্মিক মৃত্যুর খবর আসায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতাম।
স্থানীয় জানা যায় ২৪ জুলাই( সোমবার) সকালে পশ্চিম চাম্বলের ১ নং ওয়ার্ডের জসিম বহদ্দারের ফিশিং বোটের শ্রমিক হিসেবে সমুদ্রে মাছ ধরতে যায় উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার খমর আলী পাড়ার মফজল আহমেদের বাড়ির মাহমদ আলীর পুত্র আব্দুর রশিদ (৪৭)।
মাছ ধরতে জাল বসানোর জন্যে জালের গুচ্ছ স্থাপন করার সময় জালের সাথে থাকা “বিয়োন চোরা” নামক একটি লম্বা গাছ তাঁর ঘাড়ের উপর পড়ে যায়,এতে তাৎক্ষণিক আব্দুর রশিদের মৃত্যু হয়।জীবিকার তাগিদে জসিম বহদ্দারের ফিশিং বোটের শ্রমিক হিসেবে সমুদ্রে মাছ ধরতে যাওয়া আব্দুর রশিদের আকষ্মিক মৃত্যুর খবর আসায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতাম।
নিহত আব্দুর রশিদ দুই ছেলে ও তিন মেয়েসহ ৫ সন্তানের জনক।তাঁর এক মেয়ে বিবাহ দিলেও এখনো অবিবাহিত রয়েছে আরো দুই মেয়ে।৫ সন্তানের মধ্যে দুই ছেলে সবার ছোট।পরিবারের ব্যয়ভার বহন করতে উপার্জনের একমাত্র অবলম্বন ছিলেন নিহত আব্দুর রশিদ।
এব্যাপারে চাম্বল ইউপির ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ বলেন,জসিম বহদ্দারের ফিশিং বোটে শ্রমিক হিসেবে গিয়ে গণ্ডামারার আব্দুর রশিদ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে,নিহত ব্যক্তির পাড়ালিয়া আরো কয়েকজন শ্রমিকও ওই বোটে ছিলো,তাদের কাছ থেকে শুনেছি লোকটি মাথা ঘুরিয়ে হঠাৎ করে বোট থেকে পড়ে গেছে,
এসময় বোটের লোকজন তাকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও পরে তাঁর মৃত্যু হয়।আর জসিম বহদ্দারের সাথে নিহতের পরিবারের স্বজনদের সাথে কথা হয়েছে,বোট মালিক জসিম বহদ্দার নিহতের পরিবারকে কিছু অর্থসহায়তা দেয়ার কথা দিয়েছে,এতে দুই পক্ষের সম্মতি পোষণ করায় লাশটি দাফন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মেম্বার শহিদুল্লাহ।