ভাঙ্গায় বাসের ধাক্কায় পৃষ্ঠ হয়ে মারা গেলেন দুই ভাই
ওবায়দুর রহমান , স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পথচারী দুই ভাইকে চাঁপা দিল পরিবহন। সোমবার বেলা সাড়ে ৩ টার সময় ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে হাসামদিয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো, মেহেরপুর জেলা সদর দরবেশপুর এলাকার আদম আলীর ছেলে মাহফুজুর রহমান(৩০) ও হামিম রহমান(১২)।
গুরুতর আহত হয়েছেন শিপন (৩৪) তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী এলাকার কালুয়া গ্রামে।
এলাকা সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকা গামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহীবাস (ঢাকা মেট্টো-ব-১৪-৬০৫৭) দাড়িয়ে থাকা পথচারী ২ ভাই সহ ৩ জনকে চাঁপা দেয়। এসময় ঘটনাস্থলে বড় ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাইও মারা যান। আহত শিপনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) জুয়েল নিশ্চিত করে জানান, বড় ভাই মাহফুজুর রহমান ছোট ভাই হামিমকে মাদ্রাসা ভর্তি করানোর জন্য ভাঙ্গায় এসে ইলিশ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে দুই ভাই মারা যায় । পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে। গাড়িটি আটক রয়েছে।