দোয়ারাবাজারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন
নুরুজ্জামান (দোয়ারাবাজার),সুনামগঞ্জ প্রতিনিধিঃ
উপজেলা প্রশাসন, দোয়ারাবাজার, সুনামগঞ্জ এর আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ মুর্শেদ মিশু এর সভাপতিত্বে ২৩ জুলাই, ২০২৩ খ্রি: “সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যের আলোকে “জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩”
উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি্ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তাগণ এবং ব্যাংক কর্মকর্তাগণ । উক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা
১১টায় সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন এ প্রতিপাদ্যের আলোকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী আরিফ মোর্শেদ মিশু এর এর সভাপতিত্বে কার্যক্রম পরিচালিত হয়।
এসময় বিভিন্ন দপ্তরের সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ মোর্শেদ মিশু বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন, ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গঠনে দেশের কৃষি
খাতকে এগিয়ে যাওয়ার লক্ষে বিনামূল্যে উন্নত বীজ, সার বিতরণ করে যাচ্ছেন। প্রতিটি অঞ্চলে গ্রামকে শহরে রুপান্তর করতে প্রতিটি অঞ্চলে রাস্তা ঘাট, হাটবাজার ও শিক্ষা মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ, শিক্ষা ভাতা প্রদান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে বয়স্ক ভাতা-বিধবা, ও প্রতিবন্ধী ভাতা প্রদান করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।