চরভদ্রাসন উপজেলায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ পালিত
সাইফুর রহমান,চরভদ্রাসন,ফরিদপুর :
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মর্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে ফরিদপুরের চরভদ্রাসনে যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। ২৪শে জুলাই থেকে ৩০শে জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য উৎযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অধিদপ্তর। সকাল ১১টা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উৎযাপন উপলক্ষে উপজেলা চত্তর থেকে র্যালি বের করা হয়। উক্ত র্যালিটি উপজেলা চত্তর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ পুকুরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পুকুরে মাছের
পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা উনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: কাউছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, জাতির বীর সন্তান আবুল কালাম।