বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি,
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুসার সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, আইনজীবি আব্দুল্লাহ আল মামুনসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে কেককাটা হয় ও বৃক্ষরোপনের জন্য গাছের চারা বিতরণ করা হয়। এর আগে কর্মসূচি অনুযায়ী সকালে পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, তার পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দেয়া করা হয়।