পলাশবাড়ী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
৫ম পর্যায়ে সারাদেশের ন্যায় ৫০টির মধ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গণভবন হতে ভার্চুয়ালি এসব মডেল মসজিদের উদ্বোধন করেন। পলাশবাড়ী পৌর শহরের অফিসের হাটে নির্মিত মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফলক উম্মোচন করেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো: ইবনে মিজান, সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,
সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ
উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রধানগণ, ইমাম, মুয়াজ্জিন, সর্বসাধারণ মানুষের পাশাপাশি উপজেলা ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।