কুয়াকাটায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল।
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি কুয়াকাটা- ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে চার রাস্তায় এক পথসভায় মিলিত হয়।
পথসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসীরা আবারো ১/১১ র পুনরাবৃত্তি ঘটাতে চায়। এজন্য তারা নির্বাচনমুখী না হয়ে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঢেলে দিতে চায়। তাদের সেই স্বপ্ন,
স্বপ্নই থেকে যাবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ মাঠে আছে থাকবে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র মোকাবিলা রাজ পথে হবে। এ সময় বিএনপি জামাতকে হুশিয়ারী দিয়ে বলেন, এখনো সময় আছে আপনারা নৈরাজ্য বাদ দিয়ে ঘরে ফিরে গিয়ে শান্তি বজায় রাখুন। তা না হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। এসময় দলীয় নেতাকর্মীদের বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর আওয়ামী লীগের সহ সভাপতি তোফায়েল আহমেদ তপু, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আকন, শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্বাস কাজী, পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসহাক শেখ, পৌর কাউন্সিলর মোঃ মজিবর রহমান, আবুল হোসেন ফরাজি সহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এব বিভিন্ন অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক কর্মী সমর্থকরা অংশ নেয়।