সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ” সিআইএনএন” কর্তৃক সংবর্ধনা পেলেন সাংবাদিক- মুনছুর ও সায়িম
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ের কৃতি সন্তান উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সিঅাইএনএন- বিশেষ প্রতিনিধি মোঃ মুনছুর রহমান ও ভ্রাম্যমান প্রতিনিধি- মোঃ সামিউল হক সায়িমকে অনলাইন পত্রিকা “CINN” (ক্রাইম ইন্টারন্যাশনাল নিউজ নেটওয়ার্ক) কর্তৃক ৪ অাগষ্ট শুক্রবার অফিসে সম্পাদক এ.টি.এম.এ সামাদ কোব্বাদ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সংবর্ধনা
হিসেবে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে অামন্ত্রিত অতিথির বক্তব্য করেন দৈনিক মানবাধিকার প্রতিদিন এর মফস্বল সম্পাদক, জাতীয় গনমাধ্যম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান আকন্দ,
ক্রাইম ইন্টারন্যাশনাল নিউজ নেটওয়ার্ক এর সহ সম্পাদক মোঃ আঃ ছালাম পাখি, বগুড়া জেলা ব্যুরো চীফ মোঃ শফিকুল ইসলাম, কাহালু প্রতিনিধি শ্রীমান বৈদ্যনাথ, দুপচাঁচিয়া প্রতিনিধি সুশান্ত মালাকার, স্টাফ রিপোর্টার মোঃ আমিনুর ইসলাম, স্টাফ রিপোর্টার মোঃ শাহিনুর ইসলাম (শাহিন), ভ্রাম্যমাণ প্রতিনিধি (রাজশাহী) আবুল কাশেম, স্টাফ রিপোর্টার শ্রী নীলমনী চন্দ্র প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।