জয়পুরহাটের কালাইয়ে হাজী ফাউন্ডেশনের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্টিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে হাজী ফাউন্ডেশনের অায়োজনে শনিবার বেলা ১১টায় আওড়া রোডে অাব্দুল মান্নান হাজীর চাতালে হাজী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ আব্দুল মজিদ মল্লিকের সভাপতিত্বে হাজি ফাউন্ডেশনের উন্নয়নে অালহাজ সেকেন্দার এবং আব্দুল খালেক এর যৌথ পরিচালনায় হাজীদের পূর্নমিলনী ও দোয়া অনুষ্ঠানে কোরআন হাদিসের আলোকে প্রধান
আলোচক হিসাবে বক্তব্যে রাখেন কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ মাওলানা অাব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে অালোচনা করেন শিরট্রি কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ শাহাজাহান আলী ও আতাহার বামনগ্রাম এ্যানায়েতুল্লাহ দাখিল মাদ্রাসার সুপার অালহাজ অাব্দুল মাজেদ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ অাব্দুল মান্নান, অালহাজ অাব্দুল কুদ্দুস, অালহাজ মাস্টার অামির উদ্দীন ও অালহাজ মোঃ খলিলুর রহমান।