কালাইয়ে জাতীয় শোক দিবস পালিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে জাতিয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু
হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অালহাজ মিনফুজুর রহমান মিলন।
উপজেলা নির্বাহী অফিসার কালাই জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, পৌর মেয়র রাবেয়া সুলতানা, অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়,
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বাবু মুনিশ চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের মধ্যে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব ঋন প্রদান করা হয়।