সৈয়দপুর পোড়াহাট থেকে তারাগঞ্জ রাস্তা নির্মাণ কাজ পরিদর্শনে আদেল
সাদিকুল ইসলাম সাদিক সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর সৈয়দপুরের পোড়াহাট থেকে তারাগঞ্জ বাজার পযন্ত রাস্তা নির্মাণ কাজের পরিদর্শন করেছেন নীলফামারী ৪ আসনের সাংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল (এমপি)।
বুধবার (১৬ আগস্ট ) পোড়াহাট থেকে তারাগঞ্জ ১৭.৮৫ কিঃ মিঃ এলজিইডির আওতায় প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ পরিদর্শন করছেন। এর আগে বোতলাগাড়ী ইউনিয়নে সোনাখুলী কানহারীর (কাচারী) বাজার হতে ফোরকানিয়া হাট পর্যন্ত হাফ কি.মি. সড়ক পাঁকাকরণের শুভ উদ্বোধন করেন,
পোড়াহাট থেকে তারাগঞ্জ রাস্তার কাজ পরিদর্শনে তিনি কাজের অগ্রগতি ও মান নিয়ন্ত্রণের বিষয়ে খোঁজখবর নেন। ব্যস্ততম রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ চালিয়ে যাওয়ায় জন্য তাগিদ করেন আদেলুর রহমান আদেল এমপি, এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী আলী রেজা রাজু(এলজিইডি) সৈয়দপুর।আরও উপস্থিত ছিলেন জাতীয় পাটির নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।








