চার দিনে ৩০০ কোটি টাকার বেশি আয়
বিনোদন ডেক্স:
বলিউড অভিনেতা রজনীকান্ত।বয়স তাঁর ৭২। মাথায় টাক। সব মিলিয়ে উপমহাদেশীয় নায়কোচিত চেহারা মোটেও নয়। কিন্তু তা সত্ত্বেও দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের স্টারডমের কাছে সবাই যেন ফিকে।
পর্দায় এই তারকা এলে সবাই উল্লাসে ফেটে পড়েন। আজও তিনি অপ্রতিরোধ্য। আর তার প্রমাণ রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবির বক্স অফিস আয়। ইতিমধ্যে ছবিটি ৩০০ কোটি আয় করে ফেলেছে।
গেল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিটি। তাঁর ছবি মুক্তি উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুরের বেশ কিছু অফিসে ছুটি ঘোষণা করা হয়েছিল, তবে এটা নতুন কিছু নয়। এর আগেও দক্ষিণের বিভিন্ন শহরে রজনীর ছবির মুক্তির দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ‘জেলার’ ছবির মুক্তির দিন প্রতিবারের মতো এবারও তামিলনাড়ুতে রীতিমতো সাজ সাজ রব পড়ে গিয়েছিল।
ফুল, মালা, দুধ দিয়ে রজনীকান্তের ছবি এবং মূর্তির পূজা করা হয়েছিল।নায়ক নয়, ঈশ্বরের চোখে দেখেন, তাঁর ভক্তরা তাঁকে।
ফলে রজনীর ছবি মুক্তি মানে উৎসবের মেজাজ দক্ষিণের আকাশে–বাতাসে। তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি—এই চার ভাষায় মুক্তি পেয়েছে ‘জেলার’। ছবিটি মুক্তির প্রথম দিনই বক্স অফিস থেকে বাম্পার আয় হয়েছিল। ওপেনিং ডে-তে এই ছবির আয় ছিল ৪৮ দশমিক ৩৫ কোটি।
তথ্য ও ছবি : সংগৃহীত