চাঁদের কলঙ্কের ছবি পাঠালো চন্দ্রযান-৩
চাঁদের বেশ কিছু নতুন ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩।চাঁদের নিকট থেকে তোলা এসব ছবি গত বুধবার নিয়ন্ত্রক সংস্থা ইসরো কে পাঠাই মহাকাশযানটি। গত পাঁচ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশের পর চাঁদের খন্ডিত পৃষ্ঠের ছবি তুলে পাঠাই চন্দ্রযান-৩
১৫০ কিলোমিটার দূর থেকে তোলা এসব ছবিতে ভিন্ন রূপ ধরা দিয়েছে। চাঁদের পৃষ্ঠের এব্রথেবড়ো শত শত গর্ত ইস্পষ্টভাবে দেখা দিয়েছে। যাকে চাঁদের কলঙ্ক বলা হয়।
শেষবারের মতো কক্ষপথ বদলে চাঁদের আরো কাছাকাছি পৌছাই চন্দ্রযান-৩।এ সময় তাদের থেকে ১৫৩ কিলোমিটার ×১৬৩ কিলোমিটার উচ্চতায় চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছিল চন্দ্রযান -৩।
চাঁদের মাটিতে পা রাখতে বৃহস্পতিবার( ১৭ইআগস্ট) সকালে মহাকাশযানটির প্রোপালশন মডিউল থেকে পৃথক হয় লান্ডার ” বিক্রম”।
সংগৃহীত