বাঁশখালীতে ১০০ লিটার চোলাইমদ ও ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি;
চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ লিটার চোলাইমদ ও ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ।বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম এর নির্দেশক্রমে এসআই মোঃ শহিদুল ইসলামের সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১ নং পুকুরিয়া ইউপির এ.বি. এম.
বিক্স ফ্রিল্ড উত্তর পার্শ্বে একটি গরুর খামারারের ভিতরে মাদক কারবারিরা মাদক বিক্রির উদ্দেশ্যে বাগবাটোয়ারা করে,ওই মূহুর্তে বাঁশখালী থানা পুলিশের অভিযানের বিষয় টের পেয়ে তিন মাদক কারবারি ঘটনাস্থল হইতে দ্রুত পালানোর মূহুর্তে মোঃ সৈয়দ আহমদ নামের এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়, অপর দুই জন পালিয়ে যায়।এসময় ১০০ লিটার চোলাইম ও ১০০০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক আসামি হলেন-সাতকানিয়া উপজেলার চরতি ইউপির ৫ নং ওয়ার্ড তুলাতলী এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মোঃ সৈয়দ আহমদ (৩৭),পালিয়ে যাওয়া মাদক কারবারিরা হলেন
বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পল্লাান পাড়া এলাকার মৃত লাল মিয়ার মেযে বুলু একই এলাকার আহমদ কবিরের ছেলে নজির (৪৫)।এবিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন (পিপিএম) বলেন,মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার অংশ হিসাবে গত রাতে পুকুরিয়া ইউনিয়নে এ.বি. এম. বিক্স ফ্রিল্ড উত্তর পার্শ্বে একটি গরুর খামারারের ভিতরে তিন মাদক কারবারিরা মাদক বিক্রির জন্য বাগবাটোয়ার করার মূহুর্তে অভিযান পরিচালনা করে ১০০ লিটার চোলাইমদ ও ১ হাজার পিচ
ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে পালানোর মূহুর্তে গ্রেফতার করতে সক্ষম হয়, অপর দুই জন পালিয়ে যাই, গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জবানবন্দিতে অপর দুইজনেও মাদক বিক্রির সাথে জড়িত বলে স্বীকার করেন ,পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি এবং পালিয়ে যাওয়া আসামীদের বিরুদ্ধে সুনিদিষ্ট মামলা সহ গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।