মহিপুরে আক্রান্ত মনিরুলের পাশে মানবিক সমাজ সেবা সংগঠন
জুয়েল ফরাজী, কুয়াকাটা প্রতিনিধিঃ
২০০৭ সালের সিডরের বন্যার সময় পায়ের আঙুলে প্রচন্ড ব্যাথা অনুভুত হয়। পরবর্তীতে আঙুল ফুলতে ফুলতে পঁচন শুরু হয়। এভাবে ধীরে ধীরে পায়ের অধিকাংশ আঙুল পঁচে যায়।
নানান যায়গায় চিকিৎসা করাতে গিয়ে তার নিজের জমি সহ সবকিছু হারিয়ে এখন পথে বসেছেন।সংসার চলে মানুষের কাছে হাত পেতে।গ্রামের সহজ সরল অশিক্ষিত মানুষ ভালো ডাক্তার না দেখিয়ে এখানে সেখানে অল্প অল্প করে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন।
এমন মূহুর্তে এই অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছে মহিপুরের মানবিক সমাজ সেবা সংগঠন। গত ২০/০৮/২৩ তারিখে মানবিক সমাজ সেবা সংগঠন এর একটি টিম তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
সংগঠনটি করোনা কালীন সময় থেকে তাদের কার্যক্রম শুরু করেছে,তবে ২০২১ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে তাদের কার্যক্রম শুরু করে
এযাবৎ তারা কলপাড়া উপজেলার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে ব্লাড গ্রুপিং সহ অসহায় ও মানুষিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করে আসছে। তারা করোনা কালীন সময়েও খাবার সামগ্রী বিতরণ সহ নানান সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে। এছাড়াও অসহায় হতদরিদ্র পরিবারকে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতাও দিয়ে আসছেন।
সংগঠনটির সভাপতি উদ্ভাবক মাহবুবুর রহমান শাওন ও সাবেক সভাপতি রিপন সাব্বিরের সাথে কথা বলে জানা গেল এখন প্রয়োজন উন্নত চিকিৎসা,প্রয়োজন অনেক টাকার।তারা দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন, যাতে মনিরুল ইসলাম উন্নত চিকিৎসা করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। চিকিৎসার জন্য প্রায় তিন লক্ষ টাকা প্রয়োজন।
তিনি আরো বলেন, হয়তো আপনার আমার সহয়তায় বেঁচে যেতে পারে একটি প্রাণ। আসুন আবারো প্রমান করি আমরা বাঙালীরা মানবিক। বেঁচে যাক একটি প্রাণ, জয় হোক মানবতার।
নাম ও ঠিকানাঃ
মোঃ মনিরুল ইসলাম।
পিতাঃ মৃত্যু জালাল হাওলাদার।
বয়সঃ ৪৫
যোগাযোগঃ ০১৭৬৮৬৪৩০৬৫ (বিকাশ)
গ্রামঃ ৮নং চড়পাড়া।
ইউনিয়নঃ ৪নং মিঠাগঞ্জ ইউনিয়ন।
থানাঃ কলাপাড়া।
উপজেলাঃ কলাপাড়া।
জেলাঃ পটুয়াখালী।