কালাইয়ের প্রয়াত বেনজীর আহম্মেদের স্মরনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কালাই (জয়পুরহাটে) প্রতিনিধি।
জয়পুরহাটের কালাইয়ের প্রয়াত গণমাধ্যম কর্মী বেনজির আহম্মেদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কালাই এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আতাউর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। আরও বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াসিম আল বারী, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, প্রেসক্লাব কালাই এর উপদেষ্টা ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে মরহুম বেনজির আহম্মেদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন থুপসারা সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মো. মতিয়র রহমান।