বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর দাফন কার্য সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়ার ইউনিয়নের ওই গ্রামের মন্ডলপাড়ার মোঃ শওকত আলী মন্ডল (৮৬) যশোদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চলাকালীন ২৫ আগষ্ট ভোর ৫টায় পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। রিমঝিম বৃষ্টির ফলে বীর মুক্তিযোদ্ধার দাফন কার্য কিছুটা বিঘ্ন হলেও উপজেলা প্রশাসন সরোজমিনে এসে কিছুটা নিরশন ও মৃতের রাষ্টীয় মর্জাদায় গার্ড অব অনার প্রদান করে চলে যান।
তাছাড়া পারিবারিক কলহের জটলা একপর্যায়ে আংশিক মিমাংসার পর পারিবারিক কবর স্থানে মাগরিবের নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে দুই স্ত্রী, তিন ছেলে, নয় মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা শওকত আলীর মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে দুর-দুরান্ত থেকে আত্মীয় স্বজন, ভক্ত বৃন্দ শেষ বারের মতো এক নজর দেখার জন্য ছুটে আসেন মৃতের বাড়ীতে। এছাড়া সরকারি ভাবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও থানা কর্মকর্তাও উপস্থিত হন। তাছাড়াও দেখার জন্য ও পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন ৯নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত।

ইইপি সদস্য মোঃ আতিয়ার রহমান, মোঃ মুনায়েম হোসেন, মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন। জামদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা তেঘরী গ্রামের মোঃ মশিউর রহমান, আদমপুর গ্রামের মোঃ আফছার আলী, মোঃ ফছিয়ার রহমান ও বাঘারপাড়ার মোঃ ছলেমান বিশ্বাস। এছাড়া ছুট আসেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবু সন্তোষ কুমার অধিকারী সহ সামাজিক রাজনৈতিক সূধী সমাজের সাধারণ মানুষ তার জানাজায় অংশ গ্রহণ করেন। মাগরিবের পর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।








