জনগণের দোর-গোড়ায় সেবা পৌছে দেয়া আমার দায়িত্ব – ডাঃ কাজী মাহবুবুর রহমান
স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাহবুবুর রহমান হাকিমপুর উপজেলায় যোগাদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর সৃজনশীল কর্মদক্ষতা ও ইতিবাচক চিন্তা ভাবনায় আমুল পরিবর্তন এসেছে উপজেলা প্রাণী সম্পদ অফিসের কার্যক্রমে। কর্ম দক্ষতা ও মানবিকতায় উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে অফুরন্ত ভালোবাসা জমিয়েছেন তিনি।
২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাঃ কাজী মাহবুবুর রহমান হাকিমপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে সরকারি এই অফিস থেকে মানুষের প্রাপ্য সেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহন করেছেন। ফলে সহজেই কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করছেন সেবা প্রার্থীরা। ডাঃ কাজী মাহবুবুর রহমান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, ব্যক্তি হিসেবে খুবই ভালো মনের মানুষ। আশা করছি তিনি শুধু হাকিমপুর উপজেলা নয় তিনার চাকুরী জীবনে যেখানেই দায়িত্ব পালন করবেন সেখানে স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে সব সময় কাজ করবেন ও ভালোবাসবেন।
আমরা দেখেছি এই প্রাণীসম্পদ কর্মকর্তা অনেকের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে সরকারি নিয়মানুযায়ী সকল কাজ পরিচালনা করেন। তাঁর মানবিকতা ও আন্তরিকতায় হাকিমপুর উপজেলার মানুষ মুগ্ধ ও আবেগাপুলত। জনবান্ধব এই কর্মকর্তার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ ও প্রশংসা করেছেন উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ। এব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমার দপ্তরে সরকারের সকল কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছি মাত্র। সরকারি দপ্তরে বসেছি জনগণের চাকর হিসেবে তাই জনগণের কাঙ্খিত সেবা তাদের দোর গোড়ায় পৌঁছে দেয়া আমার লক্ষ্য।