বাঘারপাড়ার বাকড়ীতে আট দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
গোলাম রসুল,বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারো খানের বাকড়ী গোচর ফুটবল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকেলে বাঘারপাড়া থানার ওসি সাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে উদ্বোধন করেন আজকের খেলা। আজ এ খেলায় প্রতিদন্ধীতায় অংশগ্রহণ করে মাগুরা ফুটবল একাদশ বনাম খুলনার ফুলতলার রূপক ফুটবল একাদশ।
আজকের খেলার রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান হাফিজ তার সহকারী হিসেবে ছিলেন শেখ সাইফুল ইসলাম ও সুমন বিশ্বাস, ধারাভাষ্যকার হিসেবে উপস্হিত ছিলেন শাহাজামাল হোসেন বাদশা তার সহযোগী হিসেবে উপস্হিত ছিলেন তুষার দাস। খেলার প্রথমার্ধে ১ গোল করে ফুলতলার রূপক ফুটবল একাদশ। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে ফুলতলা ফুটবল একাদশ।
মাগুরা ফুটবল একাদশ গোল পরিশোধ করে তারা ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে খেলায় সমতায় ফেরে উভয়ই দল। চলতে থাকে শ্বাসরুদ্ধকর খেলা। মাঠের কানায় কানায় ভরা ছিলো দর্শক বিশেষ করে প্রমিলা দর্শক ছিল চোখে পড়ার মত। নির্ধারিত সময়ে খেলা অমিমাংশিত ভাবে শেষ হলে খেলা
টাইব্রেকারে গড়ায় উভয় দল ৬টি করে শট নেয় ৫/৪ গোলে জয় পায় ফুলতলা রূপক ফুটবল একাদশ। আয়োজনে ছিলেন থ্রি স্টার স্পোর্টিং ক্লাব এগারো খান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৮৮ যশোর ৪ এর মাননীয় সাংসদ বাবু রনজিৎ কুমার রায়।