বাঘারপাড়ার সাংবাদিক জসীমউদ্দিন আমাদের মাঝে আর নেই
এস, এম মুসতাইন, নিজস্ব প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়া উপজেলার সাহসী নির্ভীক সাংবাদিক জসীমউদ্দিন একজন নির্ভীক সাহসী কলম সৈনিক ছিলেন। ১৯৯৭/৯৮ সালের দিকে সর্বপ্রথম খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকা দিয়ে হাতেখড়ি। হাঁটি হাঁটি করে এগিয়ে যায়, বাঁধা বিঘ্ন হামলা মামলা খেয়েও কখনো থেমে যাননি।
উপজেলা, জেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা, সাংবাদিকদের সংগঠনে অগ্রণ ভুমিকায় তাকে পাওয়া যেতো। আর আমরা এ মানুষটি কে আর ফিরে পাবো না। তিনি বাঘারপাড়া প্রেসক্লাবের সদস্য ছিলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জেলা কমিটিরও নির্বাহী সদস্য ছিলেন, ঢাকা থেকে প্রকাশিত “নতুন সময়” পত্রিকার বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাছাড়া উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ফটোগ্রাফারের দায়িত্ব পালন করতেন।
১৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না-লিল্লাহ….. রাজি উইন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল (৫৫) বছর। স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য ভক্ত রেখে গেলেন। তার স্ত্রী প্রায় বছরখানেক ধরে পঙ্গুত্ব অবস্থায় শয্যাশায়ী।
শোকে দুঃখে তিনি কয়েকমাস যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বুধবার বাদ আছর মরহুমের নিজ গ্রাম জামদিয়ার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচীব সুমন সরদার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সহকারী সাধারন সম্পাদক,
প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বিএমএসএস’ র যশোর জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যকণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিলাল হুসাইন, আনন্দ টিভি জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, জাগরনি টেলিভিশনের প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান সহ এলাকার সামাজিক রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতা-নেত্রী এবং সূধী সমাজের সাধারণ মানুষ।