সাঘাটা থানার বিশেষ অভিযানে পেশাদার প্রতারক চক্রের এক প্রতারক গ্রেফতার
আব্দুল মুনতাকিন জুয়েল;
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ সাঘাটা থানা পুলিশের ১টি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ইং-২৯/০৯/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় সাঘাটা থানাধীন ১০ নং বোনারপাড়া ইউনিয়নের
কালপানি গ্রামস্থ ধৃত প্রতারক ০১। মোঃ জয়নুল আবেদীন জয় (৪৩) পিতা- মোঃ হাছান আলী ব্যাপারী, মাতা- মোছাঃ গোলাপী বেগম, সাং- কালপানি, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধাকে আটক করা হয় এবং তাহার বসতবাড়ী তল্লাশী করিয়া ১। ০১টি মাথার খুলি,
২। ০১টি হাড় দন্ড, ৩। ০৪টি ওয়াকিটকি সেট চার্জার সহ ৪। কালা যাদুর বই ১টি, ৫। বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, ৬। সিসি ক্যামেরা ১০টি, ৭। ভিডিও রেকর্ডার ০১টি, ৮। ২৮ ইঞ্চি স্যামসাং মনিটর ০১টি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কাজে উপরোক্ত মালামাল নিজ হেফাজতে রাখিয়া প্রতারণার কাজে ব্যবহার করে বলে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে সাঘাটা থানার ০১টি প্রতারণা মামলা রুজ হয়েছে।উক্ত বিষয়ে প্রেস ব্রিফিং করেন জনাব মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), অফিসার ইনচার্জ (সদর থানা),
অফিসার ইনচার্জ (সাঘাটা থানা) সহ অন্যান্য অফিসারবৃন্দ ও সাংবাদিকগণ।পুলিশ সুপার মহোদয় সকলকে এ সকল প্রতারকের চক্রের নিকট থেকে সতর্ক থাকার জন্য আহব্বান জানান।