বাঁশখালীর গণ্ডামারা থেকে অস্ত্রসহ পুলিশে আটক ১
মোহাম্মদ এরশাদ , বাঁশখালী (চট্টগ্রাম):
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে জনমনে ভীতি প্রদর্শনকরা কালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অস্ত্রসহ ছবি ভাইরাল হওয়া সেই দুর্ধর্ষ সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনু ডাকাত (২৮) পুলিশের জালে ধরা পড়েছে।
৩০ সেপ্টেম্বর (শনিবার) রাতে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানা পুলিশ এস আই নুর এ হাবিব ফয়সাল এর নেতৃত্বের পুলিশের আভিযানিক টিম অভিযান পরিচালনা করে এস আলম পাওয়ার প্ল্যানের ৩ নং গেইটের পূর্ব পার্শ্বে এস আলম রোডের দক্ষিণ পার্শ্বের জনৈক শামসুল আলমের পরিত্যক্ত একটি সেমিপাকা খামার বাড়ির পশ্চিম পার্শ্বের রুমের ভেতর থেকে আসামী মনিরুল ইসলাম ওরফে মনু ডাকাতকে অস্ত্রসহ ধৃত করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মনিরুল ইসলাম ওরফে মনু ডাকাত(২৮) গণ্ডামারা ইউপির ১ নং ওয়ার্ডের সোনাইর বর বাড়ীর মোঃ কালু মিয়ার ছেলে। ধৃত মনু ডাকাত ওই এলাকার আবু আহমদ প্রঃ ছুনিক্কার পোয়ার সেকেন্ড ইন কমান্ড হিসেবে এলাকায় বেশ পরিচিত বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
ইতিপূর্বে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে এলাকায় জনমনে ভীতি সৃষ্টি করায় অস্ত্রসহ তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হতেও দেখা গেছে। তবে মনিরুল স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে তার পরিবার ও স্বজনরা দাবি।
বাঁশখালী থানা সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানা পুলিশ এস আই( নিঃ) নুর হাবিব ফয়সাল ও এস আই নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গণ্ডামারা এস আলম পাওয়ার প্ল্যান এলাকা থেকে মনিরুল ইসলাম (মনু) নামে এক আসামীকে একটি দেশীয় তৈরি অস্ত্র এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানা অস্ত্র আইনে মামলা রুজুপূর্বক আসামী মনিরুল ইসলাম ওরফে (মনু)কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন পুলিশ।