পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখলীতে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের জমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শুক্রবার সকাল ১০ টায় নতুন বাজার মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব জমায়েতে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের ইশতেহারে ঘোষিত ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ৭দফা
জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি পত্যর্পন আইন বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন প্রণয়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন,
পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন দ্রুত বাস্তবায়নের দাবী করে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মংথান তালুকদার, তপন কর্মকার, সাধারন সম্পাদক উত্তম দাস, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সুভ্রত শীল, প্রফেসর গৌতম দাস,
এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, নিরোদ বৈদ্য, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিভা রানী, সাধারন সম্পাদক এ্যাডভোকেট বনলতা দাস, পৌর শাখা ঐক্য পরিষদের সভাপগি চিন্ময় কর্মকার প্রমুখ।
জমায়েত শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে মিছিল শেষ হয়। বক্তারা উক্ত দাবী সমূহ নির্বাচন সংসদ অধিবেশনে বিল এনে তা বাস্তবানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।