ভাঙ্গায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গৃহবধূর মৃত্যু দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত
ওবায়দুর রহমান , স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় এক মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় গাছের নিচে চাঁপা পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এসময় ঘরের নিচে ও গাছের ডাল ভেঙে কমপক্ষে আরো ৫ জন হয়েছে । বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলায় ছোট হামিরদী ও আজিমনগর গ্রামে ঘূর্ণিঝড় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘুর্নিঝড়ের তান্ডবের সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে ফরিদপুর ৪ আসনের সংসদ মোঃ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার , উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও সহকারি কমিশনার (ভুমি) মো: মাসুদুর রহমান , ভাঙ্গা থানা ওসি মোঃ জিয়ারুল ইসলাম সহ ঘটনাস্থলে পরিদর্শন করেন।এসময় হামিরদী ইউনিয়ন ও আজিমনগর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ্য প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাউল সহ ডাল, তৈল, আটা, লবন প্রদান করেন।
উপজেলা নির্বাহরী কর্মকর্তা আজিমউদ্দিন জানায়, ঘুর্নিঝড়টি মাত্র ২ মিনিটের মধ্যে ব্যাপক তান্ডব চালিয়ে ২টি গ্রামটি লন্ডভন্ড করে দিয়েছে। প্রাথমিক ভাবে আমরা ক্ষয়ক্ষতি নিধার্রন করে পরবরর্তীতে এদেরকে আরো সাহায্য ব্যবস্থা করা হবে বলে জানান।
ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান,, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মহাসড়কে উপর গাছ পড়ে রাস্তা বন্ধ হয়েছিল। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা দিকে ঘটনাস্থলে গিয়ে রাস্তার উপর গাছপালা কেটে পরিষ্কার করে যান চলাচল চালু করার ব্যবস্থা করে দেওয়া হয়।