ডলমপীর রহঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সাঃ)
অনুষ্ঠিত
মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম):
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।৯ অক্টোবর (সোমবার) সকালে ডলমপীর (রহঃ) মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ
আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী,স্ট্যান্ডার ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী, জেএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জামাল মোস্তফা চৌধুরী,
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজীম মোস্তফা চৌধুরী কাঞ্চন, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও দক্ষিণ জেলা যুবলীগে সংগঠক শহীদুল মোস্তফা চৌধুরী মিজান, গুনাগরী সিএনজি (অটোরিকশা) শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির আহমদ।মাদ্রাসার প্রভাষক সৈয়দুল আলমের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন,
মাওলানা আব্দুস সত্তার আনোয়ারী, মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোঃ তৈয়ব ফারুকী, সাবেক অধ্যক্ষ মওলানা আব্দুর রহিম, প্রভাষক সিরাজুল হক, নুরুল কবির, লতিফা জাহান,সহকারী শিক্ষক মাওলানা হুমায়ুন কবির, নুরুল ইসলাম, শাহ আলম, শাহাদাত হোসেন,
স্কাউট শিক্ষক রিয়াজুল করিম, মোঃ জালাল উদ্দীন, আব্দুল হামিদ, জাহেদুল ইসলাম, মাহফুজুর রহমান, বদিউল আলমসহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা প্রত্যেক মুমিন মুসলমানগণের নৈতিক দায়িত্ব,
রাসুল (সাঃ)’র আদর্শকে বাস্তায়নের লক্ষ্যে পবিত্র কুরআন আর হাদিসে রাসুল (সাঃ)’র শিক্ষাকে জারি রাখার জন্যে বাঁশখালীতে আমি দু’টি মাদ্রাসাকে কামিল ক্লাসে উন্নীত করেছি, যাতে বাঁশখালীর ছেলে- মেয়েরা কুরআন আর হাদিসের উচ্চ শিক্ষা অর্জন করতে পারে।