আবু তালেব,স্টাফ রিপোর্টার:
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে রংপুর নগর বাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন আসন্ন ২৭ ডিসেম্বর রসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি ও বঙ্গবন্ধু’র তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী, রংপুর জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
আজ (২০ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় গনসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আসন্ন ২৭ ডিসেম্বর রসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি ও বঙ্গবন্ধু’র তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী, রংপুর জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
নৌকার মেয়র প্রার্থী ডালিয়া জানান, উন্নয়ন সম্ভাবনাময় রংপুরে দীর্ঘদিন ধরে সরকার দলীয় কোনো প্রার্থী না থাকায় পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। তাই রংপুর বাসী উন্নয়নের স্বার্থে এবার নৌকা মার্কায় ভোট দিবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক ঊল আলম কল্লোল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দগণ।
গনসংযোগে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভালো চান।
উল্লেখ্য,রসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন এবং কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর সহ সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রসিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। রসিক নির্বাচনে ২২৯টি কেন্দ্রে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পযর্ন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।