বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলে বাঁশখালী বালিকা ৭ গোলে জয়ী
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা টিম।
সোমবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম পোলগ্রাউন্ড মাঠে বালিকাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দল বনাম কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার বালিকা দল প্রতিদ্বন্দ্বিতা করে।
দিনের প্রথম ম্যাচে তানিয়া আক্তারের হ্যাটট্রিকে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা দলের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দল। বাঁশখালীর হয়ে রুমি ২টি,শিমু,আঁখি ১টি, নিশা শীল ১টি গোল এবং তানিয়া আক্তার একাই করেন ৩ গোল।এতে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা ফুটবল দলকে ৭-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার বালিকা ফুটবল টিম।
বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দল ম্যানেজারের দায়িত্ব পালন করেন বাঁশখালী মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এরশাদ, কোচের দায়িত্ব পালন করেন সুকুমার।এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ (কাজল), বাঁশখালী মহিলা ফুটবল একাডেমির কোচ, মোঃ আলী,বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল,যুগ্ন সম্পাদক প্রকাশ বড়ুয়া,যুগ্ন সম্পাদক আলী আজগর হোসাইন,মাইনুদ্দিন,রাইয়ান প্রমূখ।
বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় অনুর্ধধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৭-০ গোলে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নতি করাই, অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও বাঁশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা জেসমিন আক্তার।