কুড়িগ্রাম ২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয় আজ সকাল দশটা থেকে।
আজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর কিছুক্ষণ পরেই সারাদেশে থেকে আগত মনোনয়ন প্রত্যাশিরা নিজ নিজ বিভাগীয় বুথ থেকে ফরম সংগ্রহ করেন।
এদিকে কুড়িগ্রাম ০২ আসন থেকে শুরুতেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন বার্তা পৌঁছে দিচ্ছেন এবং তৃনমুল নেতাকর্মীদের সংগে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন যিনি মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান।
মনোনয়ন ফরম সংগ্রহ করে তাতক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি বিগত ১০ সাল থেকে কুড়িগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তৃনমুল মানুষের সংগে কাজ করে যাচ্ছি।
আমি আনার নির্বাচনী আসন কুড়িগ্রাম -০২ পথে প্রান্তরে গ্রাম গঞ্জে কয়েক হাজার ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা প্রচার করেছি।
আমি বিগত বন্যা, শীত, এবং করোনাকালীন সময়ে জনগনের পাশে আমার সাধ্য মত দাড়িয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার দলের যোগ্য মনে করলে নিশ্চয়ই কুড়িগ্রাম সদর আসনের উন্নয়নে আমাকে কাজ করার সুযোগ প্রদান করবেন বলে আমি বিশ্বাস করি।
পরে তিনি বিকাল চারটায় প্রথম দিনেই তার মনোনয়ন পত্র আওয়ামী লীগ কার্যালয়ে জমা দেন।