সনাক এর উদ্যোগে বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উদযাপন
সৈকত মন্ডল, স্টাফ রিপোর্টার
বাগেরহাট বাগেরহাটে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে- এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন ও আলোচনা সভা।
শনিবার ( ৯ ডিসেম্বর) ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সনাক সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপকমিটির আহবায়ক প্রফেসর চৌধুরী আব্দুর রব।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহা: খালিদ হোসেন, জেলা প্রশাসক, বাগেরহাট, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল হাসনাত খান, পুলিশ সুপার, বাগেরহাট, মো: হাফিজ আল-আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বাগেরহাট, আসাদুজ্জামান, সহকারি পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বাগেরহাট।
অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফাফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, দুদকের আইনজীবি অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, ডা: রিয়াদুজ্জামান, সিভিল সার্জন অফিস, বাগেরহাট, মো: শাহাবুদ্দিন, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস, সনাক সদস্য অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, শেখ মুজিবুর রহমান, এডিডি’র প্রকল্প সমন্বয়কারী মো: এসানুল হক, এসিজি সমন্বয়কারী রেহেনা পরভীন, ইয়েস সদস্য আবু তালেব প্রমুখ।
বক্তাগণ বলেন, দুর্নীতি বর্তমানে প্রতিটি ক্ষেত্রে বিরাজমান। দুর্নীতির বিস্তৃতি এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে সাধারন মানুষ সাহস পাচ্ছে না। দুর্নীতি সাধারন মানুষ করেনা। যারা ক্ষমতায় কিংবা দায়িত্বে থাকেন তাদের মাধ্যমে দুর্নীতি হয়ে থাকে। বড় বড় দুর্নীতি, অর্থ পাচার দেশের অর্থনীতি দুর্বল করে ফেলছে। তাই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই পরিবার থেকে শুরু করতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নিজ স্বার্থ সংশ্লিষ্ট হলেও ন্যায়ের পথে থাকতে হবে। দুর্নীতি একদিনে দুর করা সম্ভব হবে না। নিজে ব্যক্তিগতভাবে সৎ থাকতে হবে এবং সৎ থাকার সেই মানসিক শক্তি অর্জন করতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা মেনে চলতে হবে। কাজে স্বচ্ছতা, জবাবদিহতা নিশ্চিত করতে পারলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে। সর্বোপরি সকলে মিলে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।