নেত্রকোণায় ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
জাহাঙ্গীর নেত্রকোনা প্রতিনিধিঃ
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প (৮ আইটি) এর আওতায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ পরিচালিত নেত্রকোণা জেলায় ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ ১০ ডিসেম্বর রবিবার বেলা তিনটায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামছুল আরেফিন।
নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এনডিসি) জি এস এম জাফর উল্লাহ্, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস,শুটিং স্টার লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম সানি সহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।