বাঁশখালীতে জোরদার প্রচারনায় ৪ প্রার্থী
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার লক্ষ্যে প্রতীক বরাদ্দ পেয়েই জোরদার প্রচারণায় নির্বাচনী মাঠে নেমে পড়েছেন -চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি,স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী চট্টগ্রাম
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান চৌধুরী সিআইপি,স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির চৌধুরী লিটন,স্বতন্ত্র বেঞ্চ প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা মোঃ খালেকুজ্জামান। তবে প্রতীক পেলেও বাকি ছয়জন প্রার্থীকে এখনো সেভাবে প্রচারণার মাঠে দেখা যায়নি।
গত ১৮ ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দ পেয়েই প্রতিনিয়ত নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই চার প্রার্থী। এ ছাড়া প্রতিদিন বেলা ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গান পরিবেশন ও মাইকিং চলছে নৌকা,ঈগল, ট্রাক, বেঞ্চ প্রতীকের।
তবে এই আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী ন্যাপ পার্টির ডাক্তার আশীষ কুমার সুশীল (কুঁড়েঘর), ইসলামি ঐক্যজোট প্রার্থী সাংবাদিক শফকত হোসাইন চাটগামী (মিনার প্রতীক), ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী (মোমবাতি প্রতীক),ইসলামীক ফ্রন্ট আব্দুল মালেক আশরাফী (চেয়ার প্রতীক),
এনপিপিপি মোহাম্মদ মামুন আবছার চৌধুরী (আম)প্রতীক, কংগ্রেস পার্টি জিল্লুল করীম শরীফি ডাব প্রতীক পেয়ে নির্বাচনে অংশ নিলেও এদের মধ্যে দুই-একজন অল্প কিছু সংখ্যক স্থানে লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তাদের প্রচারণা।