নরসিংদীতে নৌকা মার্কার দুই গ্রুপের সংঘর্ষে আহত-১, ৪টি মোটরসাইকেল ভাংচুর
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-২ পলাশ আসনের মেহেরপাড়ায় নৌকা মার্কার সমর্থক দুই গ্রুপের সংঘর্ষে আহত-১, ৪টি মোটর সাইকেল ভাংচুর ও নির্বাচনী আচরণ বিধি লংঘনে দায়ে নৌকা মার্কার এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ম্যাজিস্টেট।
গতকাল রাতে নরসিংদী- ২ (পলাশ ও সদরের একাংশ) নির্বাচনী এলাকার মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব আওয়ামী লীগ কার্যালয়ে নৌকা প্রতীকের ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এসংঘর্ষ হয়। সংঘর্ষে নৌকা প্রতীকের ডা. আনারুল আশরাফ খান দিলীপের এক সমর্থক আহত হয়, চারটি মোটরসাইকেল ও দলীয় কার্যালয়ে ভাংচুর করা হয়।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল অত্র এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের নির্বাচনী গণসংযোগ এবং অত্র কার্যালয়ে উঠান বৈঠক করার কথা রয়েছে। সে এজন্য শুক্রবার সন্ধ্যায় মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানের লোকেরা ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের সমর্থক দলীয় কার্যালয়টিতে উঠান বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে।
এরমধ্যে কার্যালয়ে পূর্ব থেকে লাগানো স্থানীয় মেয়েরপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত’র ছবি সম্বলিত ব্যানার খুলে সেখানে নৌকা প্রতীকের ব্যানার লাগানো হয়।
এতে চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত’র সমর্থক মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমানসহ নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় শাকিল মোল্লা নামে নৌকা প্রতীকের এক সমর্থক আহত হয়। এসময় দুই পক্ষের সংঘর্ষে ৪টি মোটরসাইকেলসহ কার্যালয় ভাঙচুর করা হয়। হামলার পরপর নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান আজহার অমিত প্রান্তর সমর্থক দিপু নামে একজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মেহেরপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক বলেন ব্যানার লাগানোকে কেন্দ্র করে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদেক সাথে দ্বন্দ্ব হয়।
এ ব্যাপারে স্থানীয় মেহেরপাড়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য আতাউর রহমানকে মোবাইলে কয়েকবার ফোন করা হলও কল রিসিভ করেনি।
মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি।এবিষয়ে মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে মোবাইল ফোনে কল করলে তিনি বলেন অফিসটিতে আগের ব্যানার খুলে নতুন ব্যানার লাগানোর কথা শুনে আমাদের লোকজন উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার বলেন, সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে নির্বাচনী ব্যানার নিয়ে কথা-কাটাকাটি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এসময় চার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ঘটনারস্থল পরিদর্শন করা হয়েছে ও এসময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।